ঢাকা: রাজধানী ঢাকার ঐতিহ্যবাহী মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের প্রশাসনিক কর্মকর্তা কাম উপসহকারী প্রকৌশলী আতিকুর রহমান খানকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার (০৬ সেপ্টেম্বর) দুদকের প্রধান কার্যালয় সেগুনবাগিচায় দুপুর ১২ থেকে ১টা পর্যন্ত প্রায় এক ঘণ্টা তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।
এর আগে ৮ আগস্ট আতিকুর রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেন আদালত। ঢাকার সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েশ এ আদেশ দেন।
জানা গেছে, তার বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে দুদকের অনুসন্ধানকারী কর্মকর্তা সহকারী পরিচালক মাহবুব রহমান তার দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক এ আদেশ দেন।
আতিকুর রহমানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠার পর ৩ আগস্ট শিক্ষা মন্ত্রণালয় থেকে তা তদন্তের নির্দেশ দেওয়া হয়।
অনুসন্ধানে দেখা যায়, আতিকুর রহমানের মালিকানাধীন ন্যাশনাল ফ্রায়েড চিকেনের নামে সাউথইস্ট ব্যাংকে ২০১৫ সালে একটি হিসাব খোলা হয়। ওই হিসাবে প্রায় সোয়া ২ কোটি টাকা লেনদেন হয়েছে।
কিন্তু সরেজমিন আফতাবনগরে সেই প্রতিষ্ঠানের কোনো হদিস পাওয়া যায়নি। এছাড়া আতিকুর রহমান খানের মালিকানাধীন এইচ কে খান এন্টারপ্রাইজের নামে প্রাইম ব্যাংকের একটি হিসাবে ৮ কোটি টাকার লেনদেনের তথ্য পাওয়া গেছে। খোঁজ নিয়ে ওই প্রতিষ্ঠানের ঠিকানায় বনশ্রীর মসজিদ মার্কেটের বিশ্বাস লাইব্রেরি দেখা গেছে।
বাংলাদেশ সময়: ১৩৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০২১
এসএমএকে/এসআইএস