কুমিল্লা: কুমিল্লায় চুরি করতে গিয়ে ধরা পড়ে গণপিটুনিতে এক ব্যক্তির (৪৫) মৃত্যু হয়েছে।
রোববার (৫ সেপ্টেম্বর) দিনগত রাত ৩টার দিকে নাঙ্গলকোটের নোয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নোয়াপাড়া গ্রামের এক প্রবাসীর ঘরের বারান্দার গ্রিল কেটে ভেতরে ঢুকে চুরি করেন ওই ব্যক্তি। এসময় শব্দ হলে প্রবাসীর স্ত্রী চিৎকার শুরু করেন। চিৎকার শুনে ওই ব্যক্তি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় লোকজন ধাওয়া করেন। এসময় পাশের একটি বিলে পড়ে যান তিনি। পরে স্থানীয়রা তাকে ধরে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
নাঙ্গলকোট থানার ওসি আ স ম আবদুন নূর বলেন, মরদেহ উদ্ধার করে সকালে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করছি। এখনও কোনও মামলা হয়নি।
বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০২১
এমআরএ