ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

ভবন মালিকের অনুমতি ছাড়াই দারাজের বিজ্ঞাপন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০২১
ভবন মালিকের অনুমতি ছাড়াই দারাজের বিজ্ঞাপন

খুলনা: ভবন মালিকের অনুমতি না নিয়ে অনলাইন মার্কেটপ্লেস দারাজ এবার নিজেদের বিজ্ঞাপন টানিয়ে দিয়েছে। খুলনা শপিং কমপ্লেক্সের পাশের ৫ তলা ভবনের রহিমা কমপ্লেক্স (হোল্ডিং নং-০০০১-০১) ভবনে মো. আবুল হোসেনের জায়গায় বিজ্ঞাপন লাগিয়ে দিয়েছে দারাজ।

শুক্রবার (৩ সেপ্টেম্বর) রাতের আধারে তারা এ কাজ করেছে। এরপর থেকে এ বিষয়ে মো. আবুল হোসেন ও তার ছেলে মেরাজ হোসেন বার বার দারাজ কর্তৃপক্ষকে জানালেও বিষয়টি তারা তোয়াক্কা করছেন না।

মেরাজ জানান, খুলনা শপিং কমপ্লেক্সের পাশের রহিমা কমপ্লেক্স ভবনের জমি এবং ইমারতের অর্ধেকেরই ক্রয় সূত্রে ২০১৬ সাল থেকে মালিকানা ভোগ করে আসছি। এ ভবনে আমাদের ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। ব্যবসায়ীক কাজে কিছুদিন আগে আমি ঢাকায় অবস্থানকালে দারাজ আমাদের কোনো ধরনের অনুমতি না নিয়ে, রাতের আধারে আমাদের ভবনে বিজ্ঞাপনের ব্যানার টানিয়ে দিয়েছে। ঢাকা থেকে আসার পর, তাদের বিনয়ের সঙ্গে বিষয়টি জানাই। কিন্তু তারা আমাকে বিভিন্ন হুমকি ধামকি দিচ্ছে। এতে আমি আশঙ্কা করছি কোম্পানিটি অবৈধভাবে ভবনটি দখল করার পায়তারা করছে। এমতাবস্থায় আমি বিষয়টি খুলনার বিভিন্ন ব্যবসায়ী মহলকে জানিয়েছি এবং থানায় জিডি করার প্রস্তুতি নিয়েছি।

তিনি জানান, দারাজ যে জায়গায় বিজ্ঞাপন দিয়েছে, সেখানে আমার বিজ্ঞাপন দেওয়া ছিল। করোনাকালে জায়গাটা ফাঁকা ছিল।

এ বিষয়ে দারাজের খুলনা অপারেশন ম্যানেজার সাব্বির বাংলানিউজকে বলেন, এটা মাল্টিন্যাশনাল কোম্পানি। এখানের যে টিম এ কাজ করেছে বা যারা এটা দেখতেছে। আমি তাদের বিষয়টি জানিয়েছি। তারা কিছু একটা করবে। আমাদের মার্কেটিং টিম বিষয়টি দেখছে। আমি বিকেলে আপনাকে জানাচ্ছি।  

এই ঘটনা ছাড়াও, ই-কমার্স প্ল্যাটফর্ম দারাজ এক পণ্যের অর্ডার করলে অন্য পণ্য ডেলিভারি দেয়, এমন অভিযোগ বহু পুরনো। পুরনো এই অভিযোগ প্রায়ই বাস্তবে রূপ নেয়। জুতা অর্ডার করলে স্যান্ডেল, টেলিভিশন অর্ডার করলে নকল টিভি, স্মার্টফোন অর্ডার করলে হুইল সাবান, ঘড়ি অর্ডার করলে পেঁয়াজ ডেলিভারি দেওয়ার রেকর্ডও রয়েছে দারাজের।

বাংলাদেশ সময়: ১৩৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০২১
এমআরএম/এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।