ঢাকা, রবিবার, ৩১ ভাদ্র ১৪৩১, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ১১ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গঙ্গাচড়ায় বজ্রপাতে ২ জনের মৃত্যু 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০২১
গঙ্গাচড়ায় বজ্রপাতে ২ জনের মৃত্যু 

রংপুর: রংপুরের গঙ্গাচড়া উপজেলায় বজ্রপাতে দু’জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন চারজন।

রোববার (৬ সেপ্টেম্বর) ভোরের দিকে উপজেলার লক্ষ্মীটারী ইউনিয়নের চর চল্লিশসাল এলাকায় এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন- মতিয়ার রহমান টাংরু (৩৫) ও মনু মিয়া (৩৬)। আহতদের নাম জানা যায়নি। হতাহতরা একই উপজেলারর গজঘণ্টা ইউনিয়নের কালির চর গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানায়, ফজরের নামাজের আগ মুহূর্তে চর চল্লিশসালে তিস্তা নদীতে কয়েকজন মিলে নৌকায় করে মাছ ধরতে যান। এ সময় বৃষ্টি শুরু হলে বজ্রপাতে ঘটনাস্থলেই ওই দু’জনের মৃত্যু হয় এবং আহত হন চারজন।  

লক্ষ্মীটারী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল্লাহ আল হাদী বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।