ব্রাহ্মণবাড়িয়া: উপমহাদেশের বিশ্ববরেণ্য সুরতাপস ওস্তাদ আলাউদ্দিন খাঁ'র ৪৯তম মৃত্যুবার্ষিকী পালিত হচ্ছে জন্মভূমি ব্রাহ্মণবাড়িয়ায়।
সোমবার (৬ সেপ্টেম্বর) সকাল থেকে বিভিন্ন কর্মসূচি পালন করার মাধ্যমে আলাউদ্দিন খাঁ'র ম্যুরালে পুস্পস্তবক অর্পণ করা হয়।
সঙ্গীতাঙ্গন পরিচালনা কমিটির সহ-সভাপতি আল মামুন সরকারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. রুহুল আমিন।
বিশেষ অতিথি ছিলেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোজাম্মেল হোসেন রেজা, বিশিষ্ট মুক্তিযুদ্ধা আখতার হোসেন সাঈদ, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক ওসমান গণি সজিব ও সুর সম্রাট আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনের সাবেক সাধারণ সম্পাদক আবদুল মান্নান সরকার প্রমুখ।
সুর সম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনের সাধারণ সম্পাদক মনজুরুল আলমের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বিশিষ্ট সমাজসেবী নজরুল ইসলাম।
বাংলাদেশ সময়: ১৫১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০২১
এএটি