ঢাকা, বুধবার, ২১ কার্তিক ১৪৩১, ০৬ নভেম্বর ২০২৪, ০৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বিমানবন্দরে র‍্যাপিড টেস্ট বুথ স্থাপনের দাবি আমিরাত প্রবাসীদের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০২১
বিমানবন্দরে র‍্যাপিড টেস্ট বুথ স্থাপনের দাবি আমিরাত প্রবাসীদের ছবি: দেলোয়ার হোসেন বাদল

ঢাকা: দেশের সকল আন্তর্জাতিক বিমানবন্দরে আগামী এক সপ্তাহের মধ্যে র‍্যাপিড পিসিআর টেস্ট বুথ স্থাপনের দাবি জানিয়েছে দেশে অবস্থানরত সংযুক্ত আরব আমিরাত প্রবাসীরা।

সোমবার (৬ সেপ্টেম্বর) সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশ থেকে তারা এ দাবি জানান।

এ সময় মানববন্ধনে বক্তারা বলেন, আমাদের অনেকেরই ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। দেশে যে সাত থেকে আট হাজার আরব আমিরাত প্রবাসী আছে, তারা এখন সম্পূর্ণ বেকার অবস্থায়। এছাড়া প্রবাসীদের ফিরতে দেরি হলে সেখানেও হারাতে হবে চাকরি। এমন অবস্থায় সংযুক্ত আরব আমিরাতের চাহিদা অনুযায়ী ফ্লাইটের ৬ ঘণ্টা আগে করোনা টেস্ট করার জন্য প্রতিটি আন্তর্জাতিক বিমানবন্দরে র‍্যাপিড পিসিআর টেস্ট বুথ স্থাপন করার দাবি জানাচ্ছি।

প্রবাসীরা বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় আগে বিভিন্ন সময়ে এটি স্থাপন করতে চাইলেও গত একমাসে তা স্থাপন করা হয়নি। এখন আগামী এক সপ্তাহের মধ্যে প্রতিস্থাপন না করলে ৬০ ভাগেরও বেশি প্রবাসীরা বিপদে পড়বেন।

তারা বলেন, আমাদের পাঠানো রেমিটেন্সে দেশের রিজার্ভ বৃদ্ধি পায়, আপনারা সেটা গর্ব করে প্রচার করেন। কিন্তু আমরা যখন সামান্য কিছু চাইছি, তখন আমাদের জন্য শুধু অবহেলা। দেশে যে প্রবাসী আছে তাদের দেশের বাইরে যেতে সর্বোচ্চ দুই থেকে তিন দিন সময় লাগবে। তাই অতি দ্রুত ভিসার মেয়াদ শেষ হওয়ার আগেই সরকারকে এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নিতে হবে।

মানববন্ধনে সংযুক্ত আরব আমিরাতের প্রবাসীরা প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, মন্ত্রিপরিষদ জানিয়েছে বিমানবন্দরে র‍্যাপিড পিসিআর টেস্ট বুথ স্থাপন করতে এক মাস সময় লাগবে। কিন্তু আমাদের পার্শ্ববর্তী সকল দেশে এক সপ্তাহের মধ্যেই এটি স্থাপন করা হয়েছে। তাহলে আমাদের এত সময় কেন লাগবে! আমরা প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আপনি এই প্রবাসীদের দিকে একটু দৃষ্টি দিন। আপনি মন্ত্রীদের বলুন এক সপ্তাহের মধ্যে বুথ স্থাপন করার জন্য। নইলে হাজার হাজার প্রবাসী চরম বিপদে পড়বে।

সকালের এই মানববন্ধন ও সমাবেশের আয়োজন সমন্বয় করেন সংযুক্ত আরব আমিরাত প্রবাসী মো. সজীব, মোবারক হোসেন, ওমর ফারুক রেজা, শরীফুল ইসলাম, আবুল কালাম প্রমুখ। এসময় শতাধিক সংযুক্ত আরব আমিরাত প্রবাসী উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫২৯ ঘণ্টা, সেপ্টেস্বর ০৬, ২০২১
এইচএমএস/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।