ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

বরগুনায় জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০২১
বরগুনায় জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত ছবি: বাংলানিউজ

বরগুনা: জোয়ারে পানিতে বরগুনার বেড়িবাঁধের বাইরে ও নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে পানিবন্দি হয়ে পড়েছেন হাজারও পরিবার।

ভেসে গেছে বসতবাড়ি ও পুকুরের মাছ। ক্ষতিগ্রস্ত হয়েছে পাকা আউশ ধান ও বীজতলা।

সোমবার (৬ সেপ্টেম্বর) দুপুরে স্থানীয়রা জানায়, অস্বাভাবিক জোয়ারের পানিতে জেলা সদর উপজেলার পশু হাসপাতাল সড়ক, কাঠপট্টি, গৌরিচন্না ইউনিয়নে মহাসড়ক এলাকা, খেজুরতলা আবাসন, ফুলতলা আবাসন, কুমড়াখালী গুচ্ছগ্রাম, বড়ইতলা ফেরিঘাট, বদরখালী এলাকা, ঢলুয়া আশ্রায়ন প্রকল্প, গুলিশাখালী, মাঝেরচর, ফুলঝুড়ি বাজার কিছু অংশ, পাথরঘাটা, আমতলী, বামনা, বেতাগী, নলটোনা ও বালিয়াতলী ইউনিয়নের নিম্নাঞ্চল নদীর পার্শ্ববর্তী গ্রাম প্লাবিত হয়েছে।



বরগুনা সদর উপজেলার ১ নম্বর বদরখালী ইউনিয়নের চেয়ারম্যান মশিউর রহমান রাজা জানান, জোয়ারের পানিতে মাঝেরচর এলাকায় বেশকিছু গ্রাম প্লাবিত হয়েছে। এছাড়াও পাতাকাটা, ফুলঝুরি, গুলশাখালী অনেকের বসতবাড়ি এবং পুকুরের মাছ ভেসে গেছে। অনেক দোকানে পানি ঢুকে মালামাল নষ্ট হয়ে গেছে, ভেসে গেছে জোয়ারের পানিতে।

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) বরগুনা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী কায়ছার আলম বাংলানিউজকে জানান, জোয়ারের পানি বিপৎসীমার ২ দশমিক ৫ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। বেড়িবাঁধের বাইরে থাকা কিছু বসতঘরে পানি প্রবেশ করেছে। ড্রেন দিয়েও পানি প্রবেশ করে কিছু বসতঘরের সামনে পানি জমেছে। তবে জোয়ার শেষে পানি নেমে যাবে। এতে কোনো ক্ষয়-ক্ষতি হবে না। যেভাবে পানি বাড়ছে তাতে এখনো বোঝা যাচ্ছে না ঠিক কতদিন বাড়বে।

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।