ঢাকা: ওয়ারহাউজ পরিদর্শক পদে পদোন্নতি পেয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের ১০৭ জন স্টেশন অফিসার ও সমমান পদের কর্মকর্তা।
সোমবার (৬ সেপ্টেম্বর) সকালে ফায়ার সার্ভিস অধিদফরের সম্মেলন কক্ষে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে নতুন পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে ঢাকায় কর্মরতদের র্যাংকব্যাজ পরিয়ে দেন মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসাইন।
পরিচালক (প্রশাসন ও অর্থ) মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি নতুন পরিদর্শকদের অভিনন্দন জানিয়ে বলেন, পদোন্নতি শুধু মর্যাদা আর র্যাংক বাড়ায় না, এর মাধ্যমে দয়িত্বও বাড়ে। আশাকরি সবাই বর্ধিত দায়িত্ব সততা ও স্বচ্ছতার সঙ্গে যথাযথভাবে পালনের মাধ্যমে পদোন্নতির প্রতিদান দেবেন।
অগ্নিদুর্ঘটনার ফোন পেলেই ফায়ার সার্ভিস যেমন সেবার জন্য ঝাঁপিয়ে পড়ে; ফায়ার সার্ভিসের প্রতিটি সেবার ক্ষেত্রেই একই নীতিমালা বাস্তবায়নে পদোন্নতিপ্রাপ্তরা সচেষ্ট হবেন বলেও আশা প্রকাশ করেন তিনি। এরপর তিনি উপস্থিত পরিচালক ও উপ-পরিচালকদের নিয়ে পদোন্নতিপ্রাপ্তদের র্যাংকব্যাজ পরিয়ে দেন।
সভাপতির বক্তব্যে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের পরিচালক (প্রশাসন ও অর্থ) যুগ্ম সচিব হাবিবুর রহমান বলেন, মহাপরিচালকের আন্তরিক উদ্যোগ আর সময়ানুগ নির্দেশনায় এই পদোন্নতি দিতে পেরে আমরা আনন্দিত। অতীতে এই পদে পদোন্নতি হতো ১৭-১৮ বছরে; এবারই প্রথম এ পদে ৫ বছরের মাথায় সবার পদোন্নতি হলো।
স্বল্পতম সময়ের মধ্যে পদোন্নতির ব্যবস্থা করায় তিনি মহাপরিচালকের প্রতি কৃতজ্ঞতা জানান।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন) লে. কর্নেল এস এম জুলফিকার রহমান। আর পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে প্রতিক্রিয়া ব্যক্ত করেন মো. আনোয়ারুল ইসলাম।
এ সময় অধিদফতরের সব উপ-পরিচালক এবং ট্রেনিং কমপ্লেক্সের অধ্যক্ষসহ অন্য জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ফায়ার সার্ভিস সদর দফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০২১
এজেডএস/এমএমজেড