ফরিদপুর: ফরিদপুরের নগরকান্দা উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ছয় জনকে আটক করেছে পুলিশ।
সোমবার (৬ সেপ্টেম্বর) দুপুরে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. তরিকুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, রোববার (৫ সেপ্টেম্বর) দিনগত রাতে নগরকান্দার কৃষ্ণার ডাঙ্গী-কুঞ্জনগর এলাকায় একটি সড়কে সংঘবদ্ধ ডাকাত দলের সদস্যরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশ স্থানীয় জনগণের সহায়তায় উপজেলার গোরাইল এলাকার সুমন কাজী ওরফে পাপ্পু (২৫), সালথার পুরুরা সাধুপাড়ার সোহেল মাতুব্বর (২৫), একই গ্রামের রবিন মোল্যা (২০), রহিম খান (২০), একই উপজেলার ইউসুফদিয়া গ্রামের লতিফ মাতুব্বর (৩৮) ও ফরিদপুর শহরের আলীপুরের নুর ইসলাম মোল্যাকে (৫৫) আটক করে।
এ সময় আটকদের কাছে থেকে একটি ইজি বাইক, তিনটি চাইনিজ চাপাতি, একটি দা, একটি ছুরি, দুটি প্লায়াস, একটি সেলাই রেঞ্জ, একটি মোবাইল ফোনসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
ফরিদপুর (নগরকান্দা ও সালথা) সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. সুমিনুর রহমান বাংলানিউজকে বলেন, আটকরা নগরকান্দা থানা এলাকাসহ ফরিদপুর জেলার বিভিন্ন থানা এলাকায় চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত। দুপুরে আটকদের আদালতে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০২১
আরআইএস