টাঙ্গাইল: মারধরের মামলায় জামিন বাতিল করে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার গোহালিয়াবাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হযরত আলী তালুকদারকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
সোমবার (৬ সেপ্টেম্বর) দুপুরে কালিহাতী-ধনবাড়ী আমলি আদালতের বিচারক শামসুল আলম তার জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলা সূত্রে জানা যায়, বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্তে ট্রাকে লোড-আনলোডের অস্থায়ী স্টেশন থেকে চাঁদা তোলা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুলি সর্দার আকবর আলীর সঙ্গে গোহালিয়াবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী তালুকদারের বিরোধ চলছিল। সেই বিরোধকে কেন্দ্র করে গত বছরের ৬ অক্টোবর সকালে চেয়ারম্যানের নেতৃত্বে কুলি সর্দারকে মারধর করা হয়। পরে ওই দিন বিকেলেই কুলি সর্দার আলী আকবরের ছোট ভাই আবু বক্কর বাদী হয়ে চেয়ারম্যান হযরত আলী তালুকদারকে প্রধান আসামি করে ২০ জনের নামে মামলা দায়ের করেন। সেই মামলায় একই বছরের ১৩ অক্টোবর থেকে হযরত আলী তালুকদার জামিনে ছিলেন।
টাঙ্গাইলের আদালত পরিদর্শক তানভীর আহমেদ জানান, মারধরের মামলায় মেডিক্যাল রিপোর্ট (এমসি) প্রাপ্তি সাপেক্ষে গত বছরের ১৩ অক্টোবর হযরত আলী তালুকদারকে জামিন দেন আদালত। পরে সেই মেডিক্যাল রিপোর্টে ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততা পাওয়া যায়। এ কারণে সোমবার আদালতে তিনি হাজির হলে তার জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।
বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০২১
এসআই