ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

মাদারীপুরে ৩৩৩-তে কল দিয়ে ত্রাণ সহায়তা পেলো ৬শ’ পরিবার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০২১
মাদারীপুরে ৩৩৩-তে কল দিয়ে ত্রাণ সহায়তা পেলো ৬শ’ পরিবার

মাদারীপুর: মাদারীপুরে ৩৩৩-তে কল দিয়ে ত্রাণ সহায়তা পেলো ৬শ’ হতদরিদ্র পরিবার।  

সোমবার (৬ সেপ্টেম্বর) দুপুরে শহরের মৌলভী আচমত আলী খান স্টেডিয়াম মাঠে সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে এই ত্রাণ সহায়তা দেন জেলা প্রশাসক ড. রহিমা খাতুন।

 

এ সময় প্রত্যেক পরিবারকে ১০ কেজি চাল, দুই কেজি ডাল, দুই কেজি তেল, এক কেজি লবণ, দুই কেজি আটা, দুই কেজি চিনি, সাবানসহ নিত্যপ্রয়োজনীয় অন্যান্য জিনিস দেওয়া দেয়।

করোনাকালে কর্মহীন হয়ে পড়া কয়েকশ’ পরিবার সম্প্রতি সরকারের জরুরি সেবা ৩৩৩-এ কল দিয়ে ত্রাণের জন্য আবেদন করে। পরে সদর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যাছাই-বাছাই শেষে ৬শ’ পরিবারের মাঝে দেওয়া হয় এ ত্রাণ সহায়তা।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুদ্দিন গিয়াসের সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ঝোটন চন্দ, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আবেদ আলী, উপজেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. মশিউর রহমানসহ প্রশাসনের কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।