খাগড়াছড়ি: খাগড়াছড়ি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের উদ্যোগে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ৪১টি ধর্মীয় প্রতিষ্ঠানে ৩৬ হাজার স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার (০৬ সেপ্টেম্বর) শহরের কলাবাগান এলাকায় চেম্বার অব কমার্সের নিজস্ব ভবনে এসব সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরনার্থী পুনর্বাসন বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি। সভাপতিত্ব করেন খাগড়াছড়ি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কংজরী চৌধুরী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান মো. শানে আলম, খাগড়াছড়ি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সহ-সভাপতি দীঘিনালা উপজেলা চেয়ারম্যান মো. কাশেম।
বাংলাদেশ সময়: ১৭০২ ঘণ্টা, সেপ্টেস্বর ০৬, ২০২১
এডি/কেএআর