সাতক্ষীরা: বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া বা চুরি কিংবা ছিনতাই হওয়া ৩৭টি মোবাইল ফোন উদ্ধার করেছে সাতক্ষীরা জেলা পুলিশের আইসিটি শাখা।
সোমবার (৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় সাতক্ষীরা পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান উপস্থিত থেকে উদ্ধার করা মোবাইল ফোনগুলো প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেন।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার সজীব খান ও অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসেন উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার এ সময় বলেন, সাতক্ষীরা জেলা পুলিশের আইসিটি শাখার এক দল চৌকস সদস্য জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের হারিয়ে যাওয়া বা চুরি কিংবা ছিনতাই হওয়া মোবাইল ফোন উদ্ধারের জন্য নিরলস ও নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় আগস্ট মাসব্যাপী তৎপরতা চালিয়ে ৩৭টি মোবাইল ফোন উদ্ধার করতে সক্ষম হয়েছে জেলা পুলিশ।
বাংলাদেশ সময়: ১৭০২ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০২১
এসআই