ঢাকা: পুরান ঢাকার সদরঘাট-ওয়াইজঘাট এলাকায় ভূমি অফিসের নিচতলার একটি কক্ষে অগ্নিকাণ্ডের ঘটনায় হাবিবুর রহমান (৬৫) নামে একজন দগ্ধ হয়েছেন।
সোমবার (৬ সেপ্টেম্বর) সোয়া ৩টার দিকে ১০ নম্বর ওয়াইজঘাট ভূমি অফিসের নিচতলায় গ্যাস লাইনের লিকেজ থেকে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।
ফায়ার সার্ভিসের সদর দপ্তরের ডিউটি অফিসার লিমা খানম জানান, ওয়াইজঘাট এলাকায় ভূমি অফিসের নিচতলায় একটা রুমে গ্যাস লাইনের লিকেজ থেকে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে পৌঁনে ৪টার দিকে আগুন নিভিয়ে ফেলা হয়।
ঢাকা মেডিক্যাল পুলিশ ক্যাম্প ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জানান, সদরঘাটের ভূমি অফিসের অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ হাবিবুর শেখ হাসিনা জাতীয় বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা নিচ্ছেন। তার পায়ের অনেক অংশই পুড়ে গেছে।
বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, সেপ্টেস্বর ০৬, ২০২১
এজেডএস/কেএআর