ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

বরিশালে পৃথক ঘটনায় দুই শিশুসহ তিন জনের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০২১
বরিশালে পৃথক ঘটনায় দুই শিশুসহ তিন জনের মৃত্যু

বরিশাল: বরিশালের বাকেরগঞ্জ, গৌরনদী ও মুলাদী উপজেলায় পৃথক ঘটনায় দুই শিশুসহ তিন জনের মৃত্যু হয়েছে।

সোমবার (৬ সেপ্টেম্বর) সকালে বাকেরগঞ্জ উপজেলার তুলাতলী নদীতে পড়ে তনয় দাস নামে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

তনয় বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠী এলাকার তপু দাসের ছেলে।

স্থানীয়রা জানায়, সকালে তনয় বাড়িতেই ছিল। হঠাৎ তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিলো না। অনেক খোঁজাখুঁজির পর বেলা ১১টার দিকে বাড়ির পাশের তুলাতলী নদী থেকে ভাসমান অবস্থায় তনয়কে উদ্ধার করে স্বজনরা। পরে দ্রুত তাকে উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ফারহানা ইসলাম সত্যতা নিশ্চিত করেছেন।

এদিকে নিখোঁজের একদিন পর সোমবার দুপুরে গৌরনদী উপজেলার টিকাসার এলাকার পালরদী নদী থেকে দুই বছরের শিশু হাবিবা খানমের মরদেহ উদ্ধার করা হয়েছে। হাবিবা ওই গ্রামের হাবিবুর রহমান হাওলাদারের একমাত্র কন্যা।

হাবিবার স্বজনরা জানান, রোববার (৫ সেপ্টেম্বর) দুপুরে হাবিবা পরিবারের সবার অগচরে খেলার ছলে নদীতে পড়ে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পাওয়ায় বাড়ির পাশের নদীতে জাল ফেলে হাবিবার মরদেহ উদ্ধার করা হয়।

অপরদিকে বরিশালের মুলাদী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আ. ছালাম সিকদার (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। ছালাম মুলাদী সদর ইউনিয়নের ভাঙ্গার মোনা এলাকার আ. খালেক সিকদারের ছেলে।

ছালামের স্বজনদের বরাত দিয়ে স্থানীয় বাসিন্দা মোশারেফ হোসেন জানান, সকাল ১০টার দিকে ছালাম পার্শবর্তী নুরুল আমিন হাওলাদারের মুরগির ফার্মে যান। সেখানে একটি বাঁশের সঙ্গে জড়িয়ে থাকা বৈদ্যুতিক তার স্পর্শ করায় বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরে তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০২১
এমএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।