রাঙামাটি: রাঙামাটির রাজস্থলী উপজেলার গাইন্দ্যা ইউনিয়নে অভিযান চালিয়ে পাচারকালে লাখ টাকার গাছ জব্দ করেছে বনবিভাগ কর্তৃপক্ষ।
সোমবার (০৬ সেপ্টেম্বর) সকালে অগাড়ী পাড়ায় রাজভিলা রেঞ্জ কর্মকর্তা বাবুল খীসার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
জব্দ কাঠের মধ্যে বিভিন্ন প্রজাতির কাঠ রয়েছে। যার আনুমানিক মূল্য এক লাখ টাকা বলে বনবিভাগ কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।
রাজভিলা রেঞ্জ কর্মকর্তা বাবুল খীসা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কাঠগুলো জব্দ করা হয়। পরে সেগুলো রেঞ্জে নিয়ে আসা হয়েছে। এসময় বন বিভাগের কর্মীদের উপস্থিতি টের পেয়ে কাঠ পাচারকারীরা পালিয়ে যায়।
স্থানীয়দের অভিযোগ, রাজস্থলীতে অজ্ঞাত কারণে জোত পারমিটের ব্যবসা বন্ধ থাকায় কাঠ চোরাকারবারীরা রাতের আঁধারে অবৈধভাবে কাঠ পাচার করতে সক্রিয় হয়ে উঠছে।
বাংলাদেশ সময়: ১৮১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০২১
আরএ