ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

টঙ্গীতে ডাকাতির প্রস্ততিকালে আটক ৬

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০২১
টঙ্গীতে ডাকাতির প্রস্ততিকালে আটক ৬

গাজীপুর: গাজীপুরের টঙ্গীতে ডাকাতির প্রস্ততিকালে ছয় জনকে আটক করছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

সোমবার (৬ সেপ্টেম্বর) বিকেলে র‌্যাব-১ এর সহকারী পরিচালক নোমান আহমদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, রোববার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় টঙ্গী স্টেশন রোড এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে একটি দল এমন গোপন খবরের ভিত্তিতে র‌্যাব সদস্যরা সেখানে অভিযান চালায়। এ সময় গাজীপুরের জহিরুল ইসলাম (৪০), মো. শফিকুল ইসলাম ওরফে ইনটেক (৩৪), মো. হাসিব (২২), মো. রুবেল হোসেন (৩০), মো. নাজমুল মিয়া (২৩) ও মো. আশরাফুল ইসলামকে (৩২) আটক করা হয়। আটকদের কাছে থেকে একটি তলোয়ার, একটি চাপাতি, একটি ছুরি, আটটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরে তাদের বিরুদ্ধে টঙ্গী পূর্ব থানায় মামলা করা হয়। সোমবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০২১
আরএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।