ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

পানছড়িতে নদীতে গোসলে নেমে স্কুলছাত্রের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০২১
পানছড়িতে নদীতে গোসলে নেমে স্কুলছাত্রের মৃত্যু

খাগড়াছড়ি: খাগড়াছড়ির পানছড়িতে নদীতে গোসল করতে নেমে শুভ চাকমা (১৩) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

সোমবার (৬ সেপ্টেম্বর) সকালে পানছড়ির লোগাং নদীতে গোসলে নেমে এ দুর্ঘটনা ঘটে।

শুভ লেন্ডিয়া পাড়ার গঞ্জ চাকমার ছেলে। সে স্থানীয় লোগাং বাজার আদর্শ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয় ইউপি সদস্য বিনোদ বিহারী চাকমা জানান, তিন সহপাঠীসহ সকালে লোগাং নদীতে গোসলে নেমে সবার অজান্তে সে তলিয়ে যায়। অনেক খোঁজাখুজির পর তার মরদেহ উদ্ধার করা হয়।

শুভর মামা নয়ন চাকমা জানান, নদীতে সাঁতার কাটতে গিয়ে তলিয়ে যায় শুভ। অনেক খোঁজাখুজির পর তার মরদেহ উদ্ধার করা হয়। তার মৃত্যুর খবরে পরিবারসহ এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

বাংলাদেশ সময়: ১৯২২ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০২১
এডি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।