ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

বাংলাদেশ ব্যাংক ও ডাচ-বাংলা ব্যাংকের মধ্যে চুক্তি

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০২১
বাংলাদেশ ব্যাংক ও ডাচ-বাংলা ব্যাংকের মধ্যে চুক্তি ...

ঢাকা: অটোমেটেড চালান সিস্টেমের (ACS) মাধ্যমে সরকারি রাজস্ব/কর পরিশোধের জন্য সোমবার (৬ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংক ও ডাচ-বাংলা ব্যাংকের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়।

বাংলাদেশ ব্যাংকের একাউন্টস এবং বাজেট বিভাগের জেনারেল ম্যানেজার মো. ফোরকান হোসাইন এবং ডাচ-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আবুল কাশেম মো. শিরিন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আহমেদ জামাল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এই চুক্তির ফলে ডাচ-বাংলা ব্যাংকের যেকোনো শাখা থেকে অটোমেটেড চালান সিস্টেমের (ACS) মাধ্যমে রাজস্ব/কর সহজেই পরিশোধ করা যাবে। এছাড়া ব্যাংকের নেক্সাস গেটওয়ের মাধ্যমেও এই সেবাটি পাওয়া যাবে।

বাংলাদেশ সময়: ১৯৫৯ ঘণ্টা, সেপ্টেস্বর ০৬, ২০২১
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।