ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

ফেনীতে সড়ক দুর্ঘটনায় নির্মাণশ্রমিক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০২১
ফেনীতে সড়ক দুর্ঘটনায় নির্মাণশ্রমিক নিহত

ফেনী: ফেনী উপজেলা সদরের বিসিক শিল্প নগরী এলাকায় সড়ক দুর্ঘটনায় মিজান (৩৪) নামে এক নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই শ্রমিক।

সোমবার (৬ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর বিসিক শিল্প নগরী এলাকায় এ ঘটনা ঘটে।

মিজান নারায়ণগঞ্জের আড়াই হাজার এলাকার বাসিন্দা। তিনি ফেনীতে নির্মাণশ্রমিকের কাজ করতেন। আহত দুই শ্রমিক হলেন-নেত্রোকোনার বাসিন্দা মোহাম্মদ হজরত (২১) ও ময়মনসিংহের বাসিন্দা সফিকুল আলম (৪০)। গুরতর আহত সফিকুল আলমকে ময়মনসিংহ মেডিক্যাল হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানায়, তারা সবাই শ্রমিক রাস্তার পাশে কাজ করছিলেন। একটি পণ্যবাহী লরি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে কাজ করা শ্রমিকদের উপরে উঠে যায়। এতে ঘটনাস্থলেই মিজানের মৃত্যু হয়। দুইজন আহত হন।

ফেনীর মহিপাল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ জাকির হোসেন বাংলানিউজকে জানান, ফেনী উপজেলা সদরের বিসিক শিল্প নগরী এলাকায় লরির চাপায় একজন নিহত ও দুইজন আহত হয়েছেন। লরিটি পুলিশ হেফাজতে রয়েছে। তবে, চালকে আটক করা যায়নি।

বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০২১
এসএইচডি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।