কুমিল্লা: বিদায় বেলায় ফুলসজ্জিত গাড়িতে বাড়ি ফিরলেন পুলিশ সদস্য মো. আবু হানিফ। দীর্ঘ ৩৬ বছর ৪ মাস চাকরি করেছেন।
সোমবার (০৬ সেপ্টেম্বর) অবসরে যাওয়া এ পুলিশ সদস্যকে সুসজ্জিত গাড়িতে নিজ বাড়ি জেলার দেবিদ্বারে পৌঁছে দেন সদর দক্ষিণ মডেল থানা পুলিশ।
এসময় সার্কেল এএসপি প্রশান্ত পাল, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশিষ চৌধুরী, ইন্সপেক্টর (তদন্ত) বিল্লাল হোসেন উপস্থিত ছিলেন।
ওসি দেবাশিষ চৌধুরী জানান, কুমিল্লা জেলা পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় সুসজ্জিত গাড়িতে করে কর্মস্থল থেকে শেষবারের মতো কনস্টেবল আবু হানিফকে গ্রামের বাড়ি পৌঁছে দেওয়া হয়েছে।
বিদায় বেলায় অবসরে যাওয়া পুলিশ সদস্য আবু হানিফ তার অনুভূতি প্রকাশ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন।
তিনি বলেন, পুলিশ সদস্য হয়ে বিদায় বেলায় পুলিশ সুপারের এ ধরনের সম্মানজনক সংবর্ধনা পেয়ে আমি গর্বিত। এতে আমি পরিবার প্রতিবেশীদের কাছে সম্মানিত হয়েছি।
বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০২১
আরএ