ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

ছেলেকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় বাবা নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০২১
ছেলেকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় বাবা নিহত

বগুড়া: বগুড়ার শেরপুর উপজেলায় প্রতিপক্ষের হামলা থেকে ছেলেকে বাঁচাতে গিয়ে লুৎফর রহমান (৭০) নামে এক সাবেক মাদরাসা অধ্যক্ষ নিহত হয়েছেন।

বুধবার (৮ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার গাড়ীদহ মডেল ইউনিয়নের রামেশ্বরপুর গ্রামে এ ঘটনা ঘটে।

লুৎফর রহমান ওই গ্রামের বাসিন্দা ও নগর জে এম সিনিয়র মাদরাসার সাবেক অধ্যক্ষ।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, লুৎফর গত বছর নিজ এলাকায় বাঁশঝাড়সহ ৩ শতক জমি কেনেন। সেখানে প্রতিবেশী আব্দুল হামিদের ছেলে আব্দুল মান্নান (৩৫) ও মামুন (৪৫) ময়লা আবর্জনা ফেলতো।  এক মাস আগে এ নিয়ে তাদের মাঝে বাকবিতণ্ডা হলে এলাকাবাসী বৈঠক করে সেটি মীমাংসা করে দেন।

বুধবার সকালে ওই জায়গায় লুৎফর রহমানের ছেলে মশিউল আলম গাছ লাগাতে গেলে মামুন ও মান্নানসহ কয়েকজন তাকে বাঁশ দিয়ে বেদম পেটায়। তার চিৎকারে বাবা লুৎফর রহমান এগিয়ে গেলে মামুন তাকে মারধর করে এবং ধাক্কা দিলে মাটিতে ফেলে দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।

শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সাচ্চু বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পঠানো হয়েছে। এ ঘটনায় মামলা হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৮১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০২১
কেইউএ/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।