ঢাকা: সম্প্রতি চট্টগ্রামের কদমতলীর ডি.টি রোডের তমিজ ম্যানসনে জিম ডিজিটাল ট্রাক তাদের প্রথম সার্ভিস সেন্টার চালু করেছে।
বুধবার (১ সেপ্টেম্বর) এই সার্ভিস সেন্টার উদ্বোধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন- জিমের সিনিয়র জেনারেল ম্যানেজার ইয়াসিন ফিদা হোসেন, সিনিয়র মার্কেটিং ম্যানেজার আবরার আহসান চৌধুরী, অ্যাসিস্ট্যান্ট মার্কেটিং ম্যানেজার তানিম আহমেদ, আজিজ গ্রুপের এজিএম রফিকুল ইসলাম চৌধুরী প্রমুখ।
এজেন্সি মালিক সালাউদ্দিন বলেন, বন্দর নগরী চট্টগ্রাম থেকেই দেশের অধিকাংশ জায়গায় প্রয়োজনীয় মালামাল সরবরাহ হয়ে থাকে। আমরা যারা জিমের সঙ্গে পণ্য পরিবহনে সম্পৃক্ত ও যারা নতুন যুক্ত হতে চান, এই সার্ভিস সেন্টারের মাধ্যমে এখন খুব সহজেই জিম থেকে প্রয়োজনীয় সেবা নিতে পারবে। ট্রিপ সম্পন্ন করে চালান জমা দেয়া, নতুন রেজিস্ট্রেশন করা, ট্রিপ ধরা, ইত্যাদি সকল সুবিধাই পাওয়া যাবে জিমের এই সেবা কেন্দ্রটি থেকে।
পণ্য পরিবহনের অ্যাপভিত্তিক সেবা জিম ডিজিটাল ট্রাক ২০১৯ সালে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। যাত্রার শুরু থেকেই আধুনিক প্রযুক্তির মাধ্যমে উন্নত সেবা নিশ্চিত করে গ্রাহকদের সন্তুষ্টি অর্জন করেছে জিম।
বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০২১
কেএআর