রংপুর: দ্বিতীয় ডোজ টিকা নেওয়ার সময় পাঁচ মিনিটের ব্যবধানে পর পর দুইবার টিকা দেওয়া হয়েছে ৭৯ বয়সী এক বৃদ্ধাকে বলে অভিযোগ পাওয়া গেছে।
বুধবার (৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় রংপুরের পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা নিতে গেলে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী আছিয়া খাতুন (৭৯) উপজেলার কৈকুড়ী ইউনিয়নের মধ্যপাড়া এলাকার মৃত আব্দুল হকের স্ত্রী।
আছিয়ার পুত্রবধূ রওশন আরা বলেন, করোনার ২য় ডোজ টিকা নিতে শাশুড়ি ও স্বামীসহ বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে টিকার কার্ড দিলে শাশুড়ির ডান হাতে ২য় ডোজ টিকা দেয় স্বাস্থ্যকর্মী। এর প্রায় পাঁচ মিনিটের মাথায় আবারও তার ডান হাতে টিকা দেওয়া হয়। এ সময় আমি টিকা নিতে যাই। এসে দেখি টিকা দেওয়া হয়েছে। বিষয়টি কর্তৃপক্ষকে জানানোর তাকে পর্যবেক্ষণে রাখা হয়।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আবু আল হাজ্জাজ বলেন, পরপর দুইবার টিকা দেওয়া ওই বৃদ্ধাকে প্রায় একঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয়েছিল। কোনো সমস্যা না হওয়ায় বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে। সমস্যা হলে ওই সময়ের মধ্যেই হতো।
বিষয়টি নিশ্চিত করে রংপুর জেলা সিভিল সার্জন ডা. হিরম্ব কুমার রায় বাংলানিউজকে বলেন, ওই বৃদ্ধাকে পর্যবেক্ষণে রাখা হয়েছিলো। কোনো সমস্যা হয়নি। আর এটা নিয়ে তেমন সমস্যা হওয়ার কথা না। শুধু পরিমাণে বেশি হয়ে গেছে। আমরা সার্বক্ষণিক খোঁজ-খবর নিচ্ছি।
বাংলাদেশ সময়: ১৮২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০২১
এএটি