ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

টিকাকেন্দ্রে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি

শাওন সোলায়মান, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০২১
টিকাকেন্দ্রে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি টিকাকেন্দ্রে স্বাস্থ্যবিধি মানার বালাই নেই

ঢাকা: করোনাভাইরাস থেকে সুরক্ষায় সাধারণ নাগরিকদের জন্য গণটিকা কার্যক্রম শুরু করেছে সরকার। প্রথম ডোজের পর দ্বিতীয় ডোজ টিকা দেওয়ার কাজ চলছে এখন।

তবে এ ক্ষেত্রে কেন্দ্রগুলোতে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি।

বুধবার (৮ সেপ্টেম্বর) সরেজমিনে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতাধীন বিভিন্ন গণটিকা কেন্দ্রে এমনই চিত্র দেখা যায়।

এদিন সকাল থেকেই কেন্দ্রগুলোতে টিকা নিতে আসা মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। সকালে একটু কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে টিকা নিতে আসা মানুষের ভিড় বাড়তে থাকে। ভিড়ের কারণে সামাজিক দূরত্ব মেনে চলার কোনো উপায় ছিল না। স্বাস্থ্যকর্মী ও সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন ভিড় সামলাতে।

ডিএনসিসির ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কার্যালয়কে টিকা কেন্দ্র বানানো হয়েছে। পল্লবী কমিউনিটি সেন্টারের ভেতরের এই কার্যালয়ের সার্বিক তদারকি করছেন কাউন্সিলর সাজ্জাদ হোসেন।

সার্বিক বিষয়ে জানতে চাইলে তিনি বাংলানিউজকে বলেন, আমাদের এ কেন্দ্রে ৭০০ জন করে তিন দিনে মোট দুই হাজার ১০০ জনকে টিকা দেওয়া হবে। তবে কোনো কোনো দিন কম বেশিও হতে পারে। কাল শেষদিন টিকা গ্রহীতার সংখ্যা বাড়বে।

স্বাস্থ্যবিধি নিয়ে জানতে চাইলে সাজ্জাদ হোসেন বলেন, আমরা শুরু থেকেই স্বাস্থ্যবিধি মানানোর জন্য কাজ করে যাচ্ছি। কিন্তু মানুষের চাপের জন্য আসলে স্বাস্থ্যবিধি মানানো যাচ্ছে না। যতোগুলো কেন্দ্র আছে সবগুলোরই একই অবস্থা। আমার এখানে ১৯ জন পুলিশ কাজ করছেন। তাও কাউকে স্বাস্থ্যবিধি মানাতে পারছি না।

প্রসঙ্গত, মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) শুরু হয় তিনদিন ব্যাপী দ্বিতীয় ডোজ গণটিকা কার্যক্রম। যা চলবে বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) পর্যন্ত। ডিএনসিসির ৫৪টি ওয়ার্ডের প্রতিটিতে একটি করে মোট ৫৪টি কেন্দ্রে এ টিকা দেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৯৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০২১
এস এইচ এস/জেডএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।