ময়মনসিংহ: ময়মনসিংহে জনতা ব্যাংকের কাউন্টার থেকে এক ব্যবসায়ীর দুই লাখ ৬১ হাজার পাঁচশ’ টাকা নিয়ে পালিয়েছেন মাস্ক পরা এক যুবক।
বুধবার (৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার এ ঘটনা ঘটে।
খবরের সত্যতা নিশ্চিত করেছেন জনতা ব্যাংক ময়মনসিংহ কর্পোরেট শাখার এজিএম (ইনচার্জ) খন্দকার ফরিদ আহমেদ।
তিনি জানান, ঘটনার সঙ্গে সঙ্গে ব্যাংকের গার্ড ওই ছিনতাইকারীকে ধাওয়া করলে ধরতে ব্যর্থ হয়েছেন। ঘটনাটি পুলিশকে জানানো হয়েছে। দেখতে বেশ স্মার্ট ওই যুবকের মুখে মাস্ক ছিল।
ভুক্তভোগী ব্যবসায়ীর নাম মো. আলতাফ হোসেন (৫৬)। তিনি বলেন, শম্ভুগঞ্জ কিশোর ওয়েল মিলের দুই লাখ ৬১ হাজার পাঁচশ’ টাকা
ব্যাংকের কাউন্টারে রেখে জমা দিচ্ছিলাম। এ সময় পেছন থেকে এক যুবক টাকার বান্ডেলগুলো নিয়ে দৌঁড়ে পালিয়ে যান।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বলেন, ঘটনাটি চুরি মনে হচ্ছে। কারণ টাকা নেওয়ার সময় কোনো বলপ্রয়োগের ঘটনা ঘটেনি। এরই মধ্যে ব্যাংকের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০২১
এসআই