ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

শতভাগ ছাত্র ঝরে গেছে: প্রতিমন্ত্রী জাকির

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০২১
শতভাগ ছাত্র ঝরে গেছে: প্রতিমন্ত্রী জাকির ছবি: রাজিন চৌধুরী

ঢাকা: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রতিমন্ত্রী (এমপি) মো. জাকির হোসেন বলেছেন, সাংবাদিকরা প্রশ্ন করে ৬০ শতাংশ ছাত্র ঝরে গেছে করোনা কালে। ১৭ থেকে ১৮ মাস স্কুল বন্ধ।

আমার তো মনে হয় শতভাগ ছাত্র ঝরে গেছে।

বুধবার (০৮ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর মিরপুর ১৩ নম্বর প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট (পিটিআই) মিলনায়তনে 'আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২১' এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, শিক্ষাকে এগিয়ে নিতে সরকার নানা ধরনের উদ্যোগ নিয়েছে। ১৪-১৫ বছর আগে ঝরে গেছে এমন ছাত্রদের জন্যও ব্যবস্থা করছি।

অনুষ্ঠানের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব গোলাম মো. হাসিবুল আলমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের এমপি ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সংসদিয় স্থায়ী কমিটির সদস্য ফেরদৌসী ইসলাম, ইউনেস্কো (ঢাকা অফিস) চিফ অফ এডুকেশন মিজ হুহুয়া ফান, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো পরিচালক মো. আতিউর রহমান প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০৩৮ ঘণ্টা, সে‌প্টেম্বর ০৮, ২০২১
এমএমআই/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।