ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

‘ডিজিটাল বাংলাদেশ গড়তে কারিগরি শিক্ষার বিকল্প নেই’ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০২১
‘ডিজিটাল বাংলাদেশ গড়তে কারিগরি শিক্ষার বিকল্প নেই’ 

দিনাজপুর: ডিজিটাল বাংলাদেশ গড়তে কারিগরি শিক্ষার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম।  

তিনি বলেন, ‘কারিগরি প্রশিক্ষণ নিয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ এবং তার কন্যা প্রধানমন্ত্রীর শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে।

বুধবার (০৮ সেপ্টেম্বর) দুপুরে দিনাজপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে ‘‘নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক’’ সেমিনার-২০২১ এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এসময় তিনি আরও বলেন, ‘বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশে মাত্র পাঁচ মিনিটে পৃথিবীর যে কোনো স্থান থেকে বাংলাদেশের যে কোনো প্রত্যন্ত অঞ্চলে টাকা পাঠানো যায়। যার ফলে আপনার পরিবার এর সুবিধা পায়। এটি হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য প্রযুক্তি নির্ভর বাংলাদেশের নিদর্শন। আর তথ্য প্রযুক্তির জ্ঞান দেওয়ার জন্যই কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র খুলেছি। আমরা এ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রগুলো এমনভাবে নির্মাণ করেছি, যাতে প্রধানমন্ত্রীর ২০৪১ সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ গঠনে দক্ষ মানবসম্পদ তৈরিতে অগ্রণী ভূমিকা রাখতে পারে। আমরা এসব প্রতিষ্ঠানের পাঠক্রমকে এমনভাবে প্রস্তুত করেছি, যাতে সেখান থেকে শিক্ষা নিয়ে একজন মানুষ দক্ষ হয়ে আত্মনির্ভরশীল হতে পারে। আজকের ডিজিটাল বাংলাদেশের কনসেপ্ট হলো এমন-যেখানে নিজের ঘরে বসে বিশ্বের যে কোনো স্থানে যোগাযোগ রক্ষা করা যায়। ’

সেমিনারে দিনাজপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী আইনুল হক সভাপতিত্ব করেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী, মূল প্রবন্ধ উপস্থাপক হিসেবে ছিলেন জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর উপসচিব এবং পরিচালক রেজাউল করিম।

অনুষ্ঠানে বিদেশগামী তিনজনকে প্রশিক্ষণের সনদপত্র দেওয়া হয় এবং দু’জনকে বিদেশে যেতে সহায়তামূলক চেক দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত অন্য বক্তারা বিদেশে যেতে জনগণকে উদ্বুদ্ধ করার পাশাপাশি আইনিভাবে বিদেশ গমনের জন্য পরার্মশমূলক প্রয়োজনীয় নির্দেশনা দেন।  

বক্তারা এসময় বেআইনিভাবে বিদেশে যাওয়ার নানা সমস্যার কথা তুলে ধরেন। পাসপোর্ট সংক্রান্ত সব বিষয়ে দালালের কাছে না যেতে সবার প্রতি অনুরোধ জানান তারা।

বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।