সিলেট: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরায় ট্রেনের ধাক্কায় গুরুতর আহত মাইক্রেবাসের যাত্রী কামাল আহমদ (৩৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে দুর্ঘটনায় তিন জনের মৃত্যু হয়েছে।
তিন দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে বুধবার (৮ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। কামাল আহমদ নগরের লোহারপাড়া কাজী জালাল উদ্দিন আবাসিক এলাকার ১২৩/১ বাসার বাসিন্দা।
কামাল আহমেদের প্রতিবেশী রিজভী আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, দুর্ঘটনার দিন আফিফ এর মৃত্যু হয়। আজ চিকিৎসাধীন অবস্থায় তার বাবা কামাল মারা গেছেন।
গত ৫ সেপ্টেম্বর দুপুরে সিলেটগামী আন্তঃনগর পারাবত এক্সপ্রেস রেলক্রসিং পার হওয়ার সময় কুলাউড়ার ভাটেরায় একটি মাইক্রোবাসকে ধাক্কা দেয়। দুর্ঘটনায় ঘটনাস্থলে মারা যায় শিশু আফিফ ও তার চাচা ফরিদ উদ্দিন।
দুর্ঘটনায় কামাল আহমেদের বড় ভাই লাবিব গুরুতর আহত অবস্থায় আল-হারামাইন হাসপাতালে চিকিৎসাধীন। এছাড়া আরও চার জন আহতাবস্থায় নগরের দুটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। তারা হলেন- লিলি বেগম (৪০), রাবু বেগম (২০), রিজু (২০) ও জাহানারা বেগম (৫৪)।
জানা গেছে, ওইদিন একটি বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে দু’টি মাইক্রোবাসে সিলেট শহর থেকে কুলাউড়ার ভাটেরায় যাচ্ছিলেন তারা। দুপুর সাড়ে ১টার দিকে কুলাউড়ার ভাটেরা এলাকার হোসেনপুর গ্রামের প্রবশের সময় একটি মাইক্রোবাস রেলক্রসিং অতিক্রম করে। অন্য মাইক্রোবাস নয় জন যাত্রী নিয়ে রেললাইন অতিক্রম করতে গেলে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসটি দুমড়ে মুছড়ে যায়। প্রায় আধা কিলোমিটার মাইক্রোবাসকে ধাক্কা দিয়ে নিয়ে যায় ট্রেন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে পাঠান। কয়েকজনকে নগরের প্রাইভেট দুটি হাসাপাতালে ভর্তি করা হয়।
আরো পড়ুন>>
>>> কুলাউড়ায় ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের ৩ যাত্রী নিহত
বাংলাদেশ সময়: ০১৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০২১
এনইউ/আরআইএস