ভোলা: ভোলায় মেঘনার পানি বৃদ্ধি পেয়ে প্লাবিত হয়েছে বিস্তীর্ণ এলাকা। এতে ডুবে গেছে অন্যতম বিনোদন স্পট শাহবাজপুর পর্যটন কেন্দ্র।
বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) পর্যটন কেন্দ্রে গিয়ে দেখা গেছে, বসার বেঞ্চ, ফুলগাছ, শিশুদের নাগর দোলা এবং দোলনাসহ বিভিন্ন স্থাপনা পানিতে ডুবে আছে। ধ্বসে পড়েছে সীমানা প্রাচীর। ডুবে গেছে রাস্তাঘাট ও ঘোরাফেরার স্থান। তিনদিন ধরে পানিতে ডুবে থাকায় পর্যটক শূন্য হয়ে পড়েছে পর্যটন কেন্দ্রটি।
পর্যটন কেন্দ্রের পরিচালক মো. দুলাল বাংলানিউজকে বলেন, পার্কের অবস্থা বর্তমানে খুবই খারাপ। জোয়ারের পানির কারণে একদিকে যেমন পার্কটি ক্ষতিগ্রস্ত হয়েছে, অন্যদিকে সৌন্দর্য নষ্ট হয়েছে। পার্কটি নতুন করে সাজাতে হবে, না হলে পর্যটক আসবে না।
ভোলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ হাসানুজ্জামান বাংলানিউজকে বলেন, অমাবস্যা এবং উজানের পানির চাপে পানি বৃদ্ধি পেয়েছে, এতে নিচু এলাকা প্লাবিত হয়েছে। এ অবস্থা আরও ২-৩ দিন থাকবে।
প্রসঙ্গত, বুধবার (৮ সেপ্টম্বর) তৃতীয় দিনের মত মেঘনার পানি বিপৎসীমার ৭৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। এতে নদীর তীরবর্তী বাঁধের বাইরের নিচু এলাকাগুলো প্লাবিত হয়েছে।
বাংলাদেশ সময়: ০৯০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০২১
জেডএ