ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

মতলবে ডাকাতিসহ ১৮ মামলার আসামি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০২১
মতলবে ডাকাতিসহ ১৮ মামলার আসামি গ্রেফতার

চাঁদপুর: চাঁদপুরের মতলব উত্তরে ডাকাতি, দস্যুতা, মাদক ও ছিনতাইসহ ১৮টি মামলার পলাতক আসামি রাসেল মিয়াজীকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) দুপুরে তাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়।

রাসেল উপজেলার গালিমখাঁ গ্রামের হামিদ আলীর ছেলে।

মতলব উত্তর থানা পুলিশ জানায়, বুধবার রাতে উপজেলার গালিমখাঁ গ্রামের নিজ বাড়ি থেকে গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) ইয়াছির আরাফাতের নির্দেশে মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ শাহজাহান কামাল ও পরিদর্শক (তদন্ত) মো. মাসুদের নেতৃত্বে উপ-পরিদর্শক আবদুল আউয়াল সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে রাসেল মিয়াজীকে (৪৫) গ্রেফতার করা হয়।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাসেল মিয়াজীকে আটক করি। তার বিরুদ্ধে ১৮টি মামলা রয়েছে। তাকে চাঁদপুর আদালতে পাঠানো হয়েছে। অপরাধ দমনে আমাদের অভিযান অব্যাহত আছে।

বাংলাদেশ সময়: ১৭৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।