যশোর: যশোরে যাত্রীবাহী বাসের চাপায় ভ্যান আরোহী দুই নারী নিহত হয়েছেন। এ ঘটনায় ভ্যানচালক আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) দুপুরে যশোর-ঝিনাইদহ মহাসড়কের ধর্মতলা রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রতক্ষদর্শীরা জানায়, একটি যাত্রীবাহী বাস রেল ক্রসিংয়ে আটকেপড়া ভ্যানে চাপা দিলে ঘটনাস্থলেই জাহানারা ও সুমায়া নামের দুই নারীর মৃত্যু হয়। তারা একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন। তাদের বাড়ি সদর উপজেলার সিরাজসিংগায়। এছাড়া দুর্ঘটনায় আহত ভ্যানচালককে যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বাংলানিউজকে বলেন, সংবাদটি জানতে পেরে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০২১
ইউজি/ওএইচ/