ফরিদপুর: ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় ছুয়া (১০) নামে এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বেড়াদী পশ্চিমপাড়া থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
ছুয়া একই উপজেলার কুমড়াইল গ্রামের এনায়েত চৌধুরীর মেয়ে। সে আলফাডাঙ্গা উপজেলায় অবস্থিত একটি কওমি মাদরাসার ছাত্রী ছিল।
ওই কিশোরীর ফুফাতো ভাই বেড়াদী গ্রামের বাসিন্দা মো. মানছুর জানান, ছুয়ার ভগ্নিপতি আরিফ শেখ সৌদি আরব থাকেন। ১০-১৫ দিন আগে ছুয়া তার বোনের বাড়ি বেড়াদী গ্রামে বেড়াতে আসে। বৃহস্পতিবার বিকেলে বসতঘরে তার গলায় ফাঁস লাগানো ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
বোয়ালমারী থানার উপ-পরিদশর্ক (এসআই) উত্তম কুমার বাংলানিউজকে জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ঊধ্বর্তন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে এ ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০২১
এসআরএস