মানিকগঞ্জ: মানিকগঞ্জ সদর উপজেলা পরিষদের সামনে সড়ক দুর্ঘটনায় জগদিশ চন্দ্র রায় (৩৬) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) দুপুরের দিকে ঢাকা-আরিচা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
জগদিশ চন্দ্র রায় দিনাজপুর জেলার খানসামা এলাকার ছত্র মোহন রায়ের ছেলে। তিনি ব্রাক ব্যাংকের কর্মরত ছিলেন বলে জানা গেছে।
এ বিষয়ে গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বাংলানিউজকে জানান, মোটরসাইকেল চালিয়ে মানিকগঞ্জ শহরের দিকে আসছিলেন জগদিশ চন্দ্র রায়। পথে ঘটনাস্থলে বিপরীত থেকে আসা অজ্ঞাত যানবাহনের ধাক্কায় তার মৃত্যু হয়। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০২১
এসআরএস