গাজীপুর: চাকরি দেয়ার কথা বলে গাজীপুর থেকে এক গৃহবধূকে (২২) রাজবাড়ীর দৌলতদিয়া পতিতা পল্লীতে নিয়ে বিক্রি করার অভিযোগে সোহেল রানা (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ হয়েছে। সেই সঙ্গে বুধবার (৮ সেপ্টেম্বর) ওই গৃহবধূকে পতিতালয় থেকে উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) গ্রেফতার সোহেল রানাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তার বাড়ি রাজবাড়ীর গোয়ালন্দ থানার সামসুমাস্টার পাড়া এলাকায়। বাবার নাম বাবুল সরদার।
গাজীপুরের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মালেক খসরু জানান, সংসারে অভাব-অনটন থাকায় ওই গৃহবধূ চাকরির সন্ধান করছিলেন। গত ১১ আগস্ট সকালে তিনি গাজীপুরের বাসন থানার ভোগড়া বাইপাস এলাকার একটি গার্মেন্টসের সামনে চাকরির খোঁজে যান। এ সময় ৩ ব্যক্তি ভালো চাকরির প্রলোভন দেখিয়ে কৌশলে তাকে সাভার নিয়ে যায়। সেখানে রাসেল নামে এক যুবকের কাছে ৫০ হাজার টাকায় ভিকটিমকে বিক্রি করে দেয়। পরে রাসেল ১ লাখ ২০ হাজার টাকায় দৌলদিয়া পতিতা পল্লীতে ওই গৃহিনীকে বিক্রি করে দেন।
এদিকে স্ত্রী বাসায় না ফেরায় তার স্বামী মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করে সেটি বন্ধ পান। পরে তিনি ওই গার্মেন্টসসহ বিভিন্ন স্থানে স্ত্রীকে খুঁজতে থাকেন এবং ঘটনাটি স্বজনদের জানান। কিন্তু কোথাও স্ত্রীর সন্ধান না মেলায় ৭ সেপ্টেম্বর বাসন থানায় একটি জিডি করেন।
এরপর ওইদিনই স্ত্রীর বড় বোনের কাছে ফোন আসে তাকে দৌলতদিয়া পতিতালয়ে বিক্রি করা হয়েছে। সঙ্গে সঙ্গে ঘটনাটি গৃহবধূর স্বামী পুলিশকে জানায়। পরে পুলিশ বুধবার (৮ সেপ্টেম্বর) দৌলতদিয়া পতিতালয় থেকে ওই গৃহবধূকে উদ্ধার এবং এ ঘটনায় জড়িত সোহেল রানাকে ডিএমপির উত্তরখান থানাধীন বড় মসজিদ এলাকা থেকে সোহেল রানাকে গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে ওইদিনই (বুধবার) চার জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ২/৩ জনের বিরুদ্ধে মামলা করেন ভিকটিমের স্বামী। বৃহস্পতিবার গ্রেফতার সোহেল রানাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯২৫, সেপ্টেম্বর ৯, ২০২১
আরএস/এমএমজেড