ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

বরিশালে ৬ ফার্মেসিকে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০২১
বরিশালে ৬ ফার্মেসিকে জরিমানা

বরিশাল: বরিশালে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও ফিজিশিয়ান স্যাম্পল বিক্রি করায় ছয় ফার্মেসিকে জরিমানা করা হয়েছে।

বরিশাল জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের নিয়মিত অংশ হিসেবে বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আতাউর রাব্বির নেতৃত্বে নগরের কাটপট্রি এলাকায় এ অভিযান চালানো হয়।

অভিযানে ওষুধ আইন, ১৯৪০ এর ধারা ১৮ এর উপধারা লঙ্ঘন করে মেয়াদোত্তীর্ণ ওষুধ, ফিজিশিয়ান স্যাম্পল রাখা ও বিক্রি করায় ‘সিকদার অ্যান্ড কোং’কে ৫ হাজার টাকা, ‘মেসার্স বিএমএল ড্রাগ হাউস’কে ৫ হাজার টাকা, ‘মেসার্স মাহিয়ান সার্জিক্যাল’কে ২ হাজার টাকা, ‘মুর্শেদ মেডিসিন কর্নার’কে ৫ হাজার টাকা, ‘বরিশাল মেডিসিন মার্ট’কে ৫ হাজার টাকা এবং ‘রাজ্জাক মেডিক্যার হল’কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। ৬ টি ব্যবসায়িক প্রতিষ্ঠানকে মোট ২৭ হাজার টাকা জরিমানা করে তা তাৎক্ষণিক আদায় করা হয়।

এ সময় প্রসিকিউশন অফিসার হিসেবে সহযোগিতা করেন ওষুধ প্রশাসন বরিশালের ওষুধ তত্ত্বাবধায়ক অদিতি স্বর্ণা। এছাড়া আইন-শৃঙ্খলা রক্ষা ও জনসচেতনতা কার্যক্রম পরিচালনায় সহযোগিতা করেন র‌্যাব-৮ এর সদস্যরা। পরে জব্দ করা ভেজাল ওষুধ ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে ধ্বংস করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০২১
এমএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।