রাজবাড়ী: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার কেকেএস সেফ হোম এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে রামদা ও ছুরিসহ দুই দস্যুকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেন গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবির।
আটকরা হলেন- ওই উপজেলার উত্তর দৌলতদিয়া গফুর মেম্বার পাড়ার মো. মিলন শেখের ছেলে ফিরোজ শেখ (২৩) ও হোসেন মণ্ডলপাড়ার মো. জুড়ান সরদারের ছেলে সাগর সরদার (১৯)।
জানা গেছে, বুধবার (৮ সেপ্টেম্বর) দিনগত রাত আড়াইটার দিকে গোয়ালন্দ ঘাট এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে গাড়ি থামিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে দস্যুরা। এমন গোপন তথ্যের ভিত্তিতে রাতেই সেখানে অভিযান চালায় পুলিশ। সে সময় টের পেয়ে আট-নয়জন দস্যু পালিয়ে যেতে সক্ষম হলেও দেশীয় অস্ত্রসহ ওই দুইকে আটক করা হয়। তাদের কাছ থেকে জব্দ করা হয় একটি রামদা ও তিনটি ধারালো ছুরি।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবির বাংলানিউজকে বলেন, আটক দুই দস্যুর নামে মামলা দায়ের করে বৃহস্পতিবার দুপুরে রাজবাড়ী আদালতে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০২১
এসআরএস