ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুরে ট্রাকের ধাক্কায় আব্দুস সামাদ (৫১) নামে মোটরসাইকেল আরোহী স্কুলের এক প্রধান শিক্ষক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার কলেজ মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আব্দুস সামাদ একই উপজেলার আলামপুর গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয় শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলে জানা গেছে।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বাংলানিউজকে জানান, বিকেলে মোটরসাইকেলে করে মহেশপুর ফিলিং স্টেশনে যাচ্ছিলেন ওই স্কুলের প্রধান শিক্ষক আব্দুস সামাদ। পথে ঘটনাস্থলে এলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে মহেশপুর মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ট্রাকটি জব্দ করাসহ চালককে আটকের চেষ্টা চলছে।
বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০২১
এসআরএস