ঢাকা, বুধবার, ২৭ কার্তিক ১৪৩১, ১৩ নভেম্বর ২০২৪, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মুন্সীগঞ্জে দুর্ঘটনায় আহত দুই শিক্ষার্থীর ঢামেকে মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০২১
মুন্সীগঞ্জে দুর্ঘটনায় আহত দুই শিক্ষার্থীর ঢামেকে মৃত্যু

ঢাকা: মুন্সীগঞ্জের সিরাজদিখানে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহত হয়েছেন। নিহতরা হলেন হাফিজুর রহমান আকাশ (১৮) ও ইয়ামিন খান  (১৮)।

একই ঘটনায় আহত হয়েছেন তাদের বন্ধু রায়হান (১৯)।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার ইমামগঞ্জ বাজারের পাশে এই ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিক্যালে কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের দুজনকে সন্ধ্যা সাড়ে ৭টায় মৃত ঘোষণা করেন।

সিরাজদিখান উজেলার তাজপুর গ্রামের জাকির হোসেনের ছেলে আকাশ। স্থানীয় একটি স্কুলের ১০ম শ্রেণিতে পড়ে সে। আর ডাকাতিয়া পাড়া গ্রামের মোশারফ খানের ছেলে ইয়ামিন খান। সেও স্থানীয় একটি কলেজের উচ্চ মাধ্যমিক ২য় বর্ষের ছাত্র।

ইয়ামিনের দূরসম্পর্কের এক আত্মীয় হাবিবুর রহমান হাওলাদার ও নিহতের আকাশের স্বজনরা জানান, বিকেলে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয় তারা ৩বন্ধু। মোটরসাইকেলটি ছিল আকাশের মামার। আকাশ ওই মোটরসাইকেলে পেছনে তাদের দুজনকে বসিয়ে নিজে চালাচ্ছিলো। ইমামগঞ্জ বাজারের ব্রিজের পাশে মোটরসাইকেল দুর্ঘটনায় এই হতাহত হয়েছে।  

আহত রায়হানের বড় বোন লিজা আক্তার জানান, তার ছোট ভাই রায়হান পরিবারের সাথে মিরপুর ১নম্বর সেকশনের জনতা হাউজিংয়ে থাকে। গত ২৬ আগস্ট রায়হান বেড়াতে যায় সিরাজদিখান ডাকাতিয়া পাড়া গ্রামে বোন লিজার শশুর বাড়িতে। সেখানে বন্ধুদের সাথে ঘুরতে বের হবার কিছুক্ষণ পর সন্ধ্যায় মোটর সাইকেল দুর্ঘটনায় তার আহত হবার খবর শুনতে পান তারা।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, ৩জনকে রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিক্যালে নিয়ে আসা হয়। পরে চিকিৎসকরা তাদেরকে দেখে আকাশ ও ইয়ামিনকে মৃত ঘোষণা করেন। তাদের দুজনের লাশ মর্গে রাখা হয়েছে। আর আহত রায়হানের অবস্থা আশঙ্কমুক্ত। তাকে জরুরী বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে দুর্ঘটনাটির বিস্তারিত জানা যায়নি।

বাংলাদেশ সময়: ২২৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০২১
এজেডএস/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।