বরগুনা: বরগুনা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সোনাখালী এলাকায় মসজিদে ঢুকে জাফর (৩৮) নামের এক যুবককে কুপিয়ে যখম করেছে বাদল ও তার ছেলে ওলি।
বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) এই ঘটনা ঘটে।
আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে বরগুনা সদর হাসপাতালে নিয়ে যায় আত্মীয়রা। পরে উন্নত চিকিৎসার জন্যে বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, জাফরের ভাইয়ের ছেলে বেল্লালের (১২) সাথে বাদলের ছেলে স্বাধীনের (১০) ঝগড়া হয়। মসজিদে মাগরিবের নামাজ শেষ করে জাফর মুসল্লিদের সাথে দোয়া পরছিলেন। এমন সময় বাদল ও তার ছেলে ওলি এসে জাফরকে উপর্যুপরি কোপাতে থাকে।
জাফরের ফুফু রীনা বেগম বাংলানিউজকে বলেন, তুচ্ছ ঘটনাকে নিয়ে মসজিদে ঢুকে কুপিয়ে জখম করেছে বাদল ও তার ছেলে। আল্লাহ ওদের ক্ষমা করবে না।
জাফরের বাবা আফজাল হোসেন বাংলানিউজকে বলেন, কেউ আমার ছেলের সম্পর্কে কোন খারাপ বলতে পারবে না। শুধু শুধু আমার ছেলেকে ওরা বাপ ছেলে মিলে কুপিয়েছে। আমি এর বিচার চাই।
বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম তারিকুল ইসলাম বাংলানিউজকে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তবে এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। এর সাথে জড়িত কেউই রেহাই পাবে না।
বাংলাদেশ সময়: ২২৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০২১
এমএমএস