ময়মনসিংহ: ময়মনসিংহ মেডিক্যাল কলেজের ছাত্রাবাসে আধিপত্য বিস্তার নিয়ে কলেজ ছাত্রলীগের সভাপতি অনুপম এবং সাধারণ সম্পাদক হাসান গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে দুই গ্রুপের কমপক্ষে পাঁচ জন আহত হয়েছে।
এ ঘটনায় গুরুতর আহত রোহিত (২৫) ও সাফি (২২) নামে দুজনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার পুলিশ পরিদর্শক ফারুক হোসেন বাংলানিউজকে জানান, সংঘর্ষে পাঁচ জন আহত হয়েছে। তিনি জানান, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় মহানগরীর বাগমারা মেডিক্যাল কলেজ ছাত্রাবাসে আধিপত্য নিয়ে কলেজ ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক হাসান গ্রুপের মধ্যে প্রথমে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় দুই পক্ষের কমপক্ষে পাঁচ জন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সেখানে বর্তমানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা আছে।
ময়মনসিংহ মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডাক্তার চিত্তরঞ্জন দেবনাথ জানান, ছাত্রদের মধ্যে সংঘর্ষের ঘটনার কথা তিনি শুনেছেন। ঘটনাটি কেন ঘটেছে তা জেনে পরে এ বিষয়ে জানাবেন বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ২৩৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০২১
এমএমএস