ঢাকা: রাজধানীর গুলশান ডিভিশন ইসিবি চত্বর এলাকায় একটি প্রাইভেটকার চাপায় দশম শ্রেণীর এক ছাত্র মারা গেছে। নিহতের নাম শান্ত হাসান (১৪)।
বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) দিনগত রাত ৯ টার দিকে গুলশান ডিভিশনের ইসিবি চত্বর এলাকায় এই ঘটনাটি ঘটে।
ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজি শাহান হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, একটি সাদা রঙের প্রাইভেটকার এক্সিডেন্ট করে পালিয়ে যাওয়ার সময়, শান্ত হাসান নামে ছাত্র ওই প্রাইভেটকারের সামনে দাঁড়িয়ে গাড়িটি থামানোর চেষ্টা করে। একপর্যায়ে ওই প্রাইভেটকারটি তাকে চাপা দেয়। এতে শান্ত মারা যায়। বর্তমানে মরদেহ সিএমএইচ হাসপাতালে আছে।
তিনি আরো জানান, নিহত আদমজী ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজের এবার এসএসসি পরীক্ষার্থী। ওই এলাকায় পরিবারের সাথে থাকত সে। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ইসিবি চত্বরের রাস্তা নিহতর পরিচিত ও বন্ধুরা অবরোধ করলেও তা পরবর্তীতে পুলিশের অনুরোধের পরিপ্রেক্ষিতে তারা তুলে নেয়।
সাদা রঙের ওই প্রাইভেটকারটি নম্বার হল ঢাকা মেট্রো গ ২২-৯৭৫৩। গাড়িটি জব্দ করা হলেও তার চালক পালিয়ে যায়।
বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহ আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।
বাংলাদেশ সময়: ০১৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০২১
এজেডএস/এমএমএস