ঢাকা, শনিবার, ২৪ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

১৪-২৯ বছর বয়সীদের মৃত্যুর বড় কারণ আত্মহত্যা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০২১
১৪-২৯ বছর বয়সীদের মৃত্যুর বড় কারণ আত্মহত্যা

ঢাকা: বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস আজ (১০ সেপ্টেম্বর)। প্রতি ৪০ সেকেন্ডে সারা বিশ্বে একজন আত্মহত্যায় মৃত্যুবরণ করেন।

আর ১৪ থেকে ২৯ বছর বয়সীদের মৃত্যুর দ্বিতীয় বৃহত্তম কারণ আত্মহত্যা।  

ব্রাইটার টুমোরো ফাউন্ডেশন (বিটিএফ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন দাবি করেছে। সংগঠনটি প্রতিবছর দিবসটি গুরুত্ব সহকারে পালন করে থাকে। এবারও নানা কর্মসূচি পালন করেছে। শুক্রবার (১০ সেপ্টেম্বর) রয়েছে আলোচনা সভা।

বিটিএফ'র প্রতিষ্ঠাতা সভাপতি জয়শ্রী জামান ও সাধারণ সম্পাদক ডা.ফারশিদ ভূইয়ার এক যৌথ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- বিশ্বে ও আমাদের দেশে আত্মহত্যা ও আত্মহত্যা প্রবণতা ক্রমান্বয়ে বেড়ে চলেছে। বিশ্বে প্রতি ৪০ সেকেন্ডে এক জন মানুষের মৃত্যু হচ্ছে আত্মহত্যায়। ১৪ থেকে ২৯ বছর বয়সীদের মৃত্যুর দ্বিতীয় বৃহত্তম কারণ আত্মহত্যা। কিন্তু প্রতিরোধে তেমন কোনো সচেতনতামূলক পদক্ষেপ গৃহীত হয়নি।

বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস উপলক্ষে ব্রাইটার টুমোরো ফাউন্ডেশন (বিটিএফ)-আগস্ট মাসব্যাপী আত্মহত্যা প্রতিরোধমূলক ছোটগল্প, প্রবন্ধ ও পোস্টার ডিজাইনিং প্রতিযোগিতা-২০২১-এর আয়োজন করে।

শুক্রবার ৯টায় বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবসে স্বনামধন্য ব্যক্তিবর্গের উপস্থিতি আলোচনা ও প্রশ্নোত্তর নিয়ে, ইকোনোমিক রিপোটার্স ফোরাম (ইআরএফ) হলে (পল্টন টাওয়ার, তৃতীয় তলা, কালভার্ট রোড, পুরানা পল্টন) এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০১৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০২১
ইইউডি/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।