ঢাকা: রাজধানীর কদমতলী এলাকায় নকল স্টিল রড / রি-রোলিং স্টিল উৎপাদন, মজুদ ও বিক্রিরার অপরাধে র্যাবের ভ্রাম্যমাণ আদালত চার প্রতিষ্ঠানকে ২৫ লাখ টাকা জরিমানা করেছে।
প্রতিষ্ঠানগুলো হলো: এইচ আর রি-রোলিং মিলসকে নয় লাখ টাকা, এসিয়া মোলডিং প্রাইভেট লিমিটেডকে তিন লাখ টাকা, এইচ আলী রি-রোলিং মিলস লিমিটেডকে তিন লাখ টাকা ও কদমতলী স্টিল মিলস লিমিটেডকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়।
বৃহস্পতিবার ( ৯ সেপ্টেম্বর) সকাল ১০ টা থেকে বিকাল সাড়ে ৪ টা পর্যন্ত অভিযানে নেতৃত্ব দেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল ইসলাম। বিএসটিআই ও র্যাবব-১০ অভিযানে সহযোগিতা করে।
র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি এনায়েত কবীর সোয়েব বাংলানিউজকে জানান, রাজধানীর কদমতলী এলাকায় বেশ কিছুদিন যাবত এই অসাধু ব্যবসায়ীরা নকল স্টিল রড / রি-রোলিং স্টিল উৎপাদন, মজুদ ও বিক্রি করে আসছিল। নকল স্টিল রড / রি-রোলিং স্টিল উৎপাদন, মজুদ ও বিক্রি করার অপরাধে চার স্টীল এন্ড রি-রোলিং প্রতিষ্ঠানকে ২৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বাংলাদেশ সময়: ০২০০ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০২১
এমএমআই/এমএমএস