ঢাকা, শনিবার, ২৪ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

রাতে নীরবে একাকী পূর্বপুরুষদের কবরে শামীম ওসমানের অশ্রু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২২ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০২১
রাতে নীরবে একাকী পূর্বপুরুষদের কবরে শামীম ওসমানের অশ্রু

নারায়ণগঞ্জ: রাত ঠিক ১১ টা। সুনসান নীরবতা নারায়ণগঞ্জের মাসদাইর কেন্দ্রীয় কবরস্থানে।

কবরস্থানের ফটকও বন্ধ। কবরস্থানের বাইরে একটি গাড়ি এসে থামলো। গাড়ি থেকে নেমে একেবারে একাকী নীরবে কবরস্থানের পূর্বপুরুষদের কবরের পাশে দাঁড়িয়ে দোয়ায় অশ্রু ঝরালেন নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) রাতে এ দৃশ্য চোখে পড়লে দূর থেকে শামীম ওসমানকে দেখে এগিয়ে গিয়ে ছবি তুলতে চাইলে না করেন তিনি। বলেন, জিয়ারত করতে এসেছি। দোয়া করতে এসেছি। প্রচার নয়, দোয়া চাই। এটাই আমাদের শেষ ঠিকানা। সবাইকে একদিন এই ঠিকানায় যেতে হবে।

এসময় দীর্ঘ সময় দাদা, দাদী, মা, বাবা ভাইয়ের কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করেন তিনি। পরে অশ্রু ঝরিয়ে মোনাজাত করেন।

বাংলাদেশ সময়: ২০২১ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।