নারায়ণগঞ্জ: রাত ঠিক ১১ টা। সুনসান নীরবতা নারায়ণগঞ্জের মাসদাইর কেন্দ্রীয় কবরস্থানে।
বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) রাতে এ দৃশ্য চোখে পড়লে দূর থেকে শামীম ওসমানকে দেখে এগিয়ে গিয়ে ছবি তুলতে চাইলে না করেন তিনি। বলেন, জিয়ারত করতে এসেছি। দোয়া করতে এসেছি। প্রচার নয়, দোয়া চাই। এটাই আমাদের শেষ ঠিকানা। সবাইকে একদিন এই ঠিকানায় যেতে হবে।
এসময় দীর্ঘ সময় দাদা, দাদী, মা, বাবা ভাইয়ের কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করেন তিনি। পরে অশ্রু ঝরিয়ে মোনাজাত করেন।
বাংলাদেশ সময়: ২০২১ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০২১
এমএমএস