ময়মনসিংহ: আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ময়মনসিংহ মেডিকেল কলেজে (মমেক) ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে হাতাহাতি ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৭টার দিকে নগরীর বাঘমারা বয়েজ মেডিকেল কলেজ হোস্টেলে এ ঘটনা ঘটে।
এতে আহত হয়েছেন মমেক শাখা ছাত্রলীগের দুই কর্মী। তারা হলেন- রোহিত (২৫) ও সাফি (২২)। তাদেরকে মমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ময়মনসিংহ সদর সার্কেলের এএসপি আলাউদ্দিন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, মমেকে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে হাতাহাতি ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় দু’জন আহত হয়েছেন। তবে এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।
বাংলাদেশ সময়: ১০৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০২১
এমএমজেড