ঢাকা, শনিবার, ২৪ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

মমেকে ছাত্রলীগের দু’পক্ষে হাতাহাতি, আহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০২১
মমেকে ছাত্রলীগের দু’পক্ষে হাতাহাতি, আহত ২

ময়মনসিংহ: আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ময়মনসিংহ মেডিকেল কলেজে (মমেক) ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে হাতাহাতি ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৭টার দিকে নগরীর বাঘমারা বয়েজ মেডিকেল কলেজ হোস্টেলে এ ঘটনা ঘটে।


এতে আহত হয়েছেন মমেক শাখা ছাত্রলীগের দুই কর্মী। তারা হলেন- রোহিত (২৫) ও সাফি (২২)। তাদেরকে মমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ময়মনসিংহ সদর সার্কেলের এএসপি আলাউদ্দিন এ ঘটনার সত‍্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, মমেকে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে হাতাহাতি ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় দু’জন আহত হয়েছেন। তবে এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

বাংলাদেশ সময়: ১০৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০২১

এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।