বেনাপোল (যশোর): শার্শা উপজেলার নাভারন এলাকার একটি বেসরকারি হাসপাতাল থেকে দুইদিন বয়সী একটি নবজাতক চুরি হয়েছে।
বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার নাভারন এলাকার নাভারণ ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে এ ঘটনা ঘটে।
চুরি হওয়া নবজাতকটির বাবা বিল্লাল হোসেন জানান, গত মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) দুপুরে তার স্ত্রী রোকসানাকে সন্তান প্রসবের জন্য নাভারন ক্লিনিকে আনা হয়। ওই দিন রাতেই তার স্ত্রী একটা কন্যা সন্তান জন্ম দেন। বৃহস্পতিবার বিকেলে তার স্ত্রী বাচ্চাটিকে হাসপাতালের বেডে রেখে টয়লেটে যান। কিন্তু ফিরে এসে দেখেন, তার বাচ্চাটি সেখানে নেই। পরে হাসপাতালের চারদিকে খোঁজাখুঁজি করেও বাচ্চাটি কোথাও পাওয়া যায়নি। পরে হাসপাতালের সিসিটিভি ক্যামেরায় বোরকা পরা এক নারীকে নবজাতকটি নিয়ে চলে যেতে দেখা যায়।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বাচ্চার বাবা বাদী হয়ে রাতে একটি মামলা করেছেন। বাচ্চাটি উদ্ধারের চেষ্টা চলছে।
বাংলাদেশ সময়: ১১০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০২১
এসআই