জামালপুর: খেলতে গিয়ে নিখোঁজ দুই শিশুর মরদেহ একদিন পর বাড়ির পার্শ্ববর্তী ডোবা থেকে উদ্ধার করা হয়েছে। তারা হলো- রাবেয়া খাতুন (৫) ও সুমাইয়া খাতুন (৪), সম্পর্কে মামাতো-ফুফাতো বোন।
বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) বিকেলে জামালপুর সদর উপজেলার মেষ্টা ইউনিয়নের পশ্চিম আরংহাটি এলাকার কালাদহ ডোবা থেকে তাদের মরদেহ উদ্ধার করেন এলাকাবাসী।
স্থানীয়রা জানান, আরংহাটি গ্রামের শফিকুল ইসলামের মেয়ে রাবেয়া খাতুন ও একই এলাকার ছামিনুর ইসলামের মেয়ে সুমাইয়া খাতুন বুধবার (৮ সেপ্টেম্বর) বিকেলে বাড়ির পার্শ্ববর্তী কালাদহ ডোবা সংলগ্ন স্থানে খেলতে গিয়ে নিখোঁজ হয়। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান পায়নি। বৃহস্পতিবার বিকেলে ওই ডোবায় জাল ফেলে অনুসন্ধান চালালে উভয়ের মরদেহ পাওয়া যায়।
মেষ্টা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফ ফারুকী রুকন ও স্থানীয় আলিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ আব্দুল্লাহ দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তারা জানান, নিহতরা পরস্পর মামাতো-ফুফাতো বোন ছিল। তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বাংলাদেশ সময়: ১১১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০২১
এমএমজেড