ঢাকা, শনিবার, ২৪ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

খুলনায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই আরোহী নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০২১
খুলনায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই আরোহী নিহত

খুলনা: খুলনায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সৌরভ হাজরা (২৯) ও শুভ সাহা (২৬) নামে দুই আরোহী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) দিনগত রাত ১২টা ৪০ মিনিটের দিকে মহানগরীর সোনাডাঙ্গা এলাকার আলীর ক্লাব মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

মহানগরীর সিমেন্ট্রি রোডের মুরিপট্টি এলাকায় তাদের বাসা। ওই এলাকার গৌতম হাজরার ছেলে সৌরভ হাজরা। শুভর বাড়ি চট্টগ্রাম। তিনি তার বড় চাচার মিল্টন সাহার কাছে থেকে অনিমা জুয়েলার্সে কাজ করেন।

খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) ৮ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর কনিকা সাহা বাংলানিউজকে বলেন, আলী ক্লাব সংলগ্ন এলাকা থেকে মোটরসাইকেলে আসছিলো সৌরভ ও শুভ। ওরা দুইজন ছিলো। কেউ বলছে প্রাইভেটকার ধাক্কা দিয়েছে। কেউ বলছে, অতিরিক্ত স্প্রিডে মোটরসাইকেল চালাচ্ছি। নিয়ন্ত্রণ হারিয়ে লেম্প পোস্টের সঙ্গে ধাক্কা খেয়ে ঘটনাস্থানেই মৃত্যু হয়।

তবে শুক্রবার (১০ সেপ্টেম্বর) সকালে সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্তকর্তা (ওসি) মমতাজুল হক বাংলানিউজকে বলেন, সৌরভ ও শুভ দুইজন গল্লামারী থেকে সোনাডাঙ্গার দিকে এম এ বারি সড়ক হয়ে উল্টো পথে আসছিলো। মোটরসাইকেল দ্রুত গতিতে থাকায় আলী ক্লাব সংলগ্ন রাস্তার মাঝের স্প্রিড ব্রেকারের ধাক্কা খেয়ে পড়ে যায়। পরে টহল পুলিশ উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই তারা মারা যান। মরদেহ খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে রয়েছে।

বাংলাদেশ সময়: ১১২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০২১
এমআরএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।