ঢাকা, শনিবার, ২৪ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

জন্মসনদ জাল করে বাল্যবিয়ে আয়োজন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০২১
জন্মসনদ জাল করে বাল্যবিয়ে আয়োজন

হবিগঞ্জ: হবিগঞ্জের আজমিরীগঞ্জে স্কুলছাত্রীর বাল্য বিয়ের জন্য জাল জন্মসনদ দিয়েছে ইউনিয়ন পরিষদ (ইউপি)। জন্মস্থান ও মায়ের নাম পরিবর্তন করে তাকে এ জন্মসনদ দেওয়া হয়।


 
আজমিরীগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের এ জালিয়াতির ঘটনায় সমালোচনার ঝড় উঠেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

খোঁজ নিয়ে জানা গেছে, শুক্রবার (১০ সেপ্টেম্বর) আজমিরীগঞ্জ উপজেলা সদরের মিয়াধন মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির এক ছাত্রীর বিয়ের আয়োজন করা হয়েছে। আগের রাতেই গায়ে হলুদের আনুষ্ঠানিকতা শেষ হয়েছে। বিদ্যালয়ে সংরক্ষিত তথ্য অনুযায়ী মেয়েটির বয়স ১৩ বছর ৬ মাস ২১ দিন। একই জন্ম তারিখ উল্লেখ আছে ২০১৬ সালের ১৭ নভেম্বর ইউনিয়ন পরিষদের দেওয়া জন্ম নিবন্ধনেও। কিন্তু গত ৬ সেপ্টেম্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল কদ্দুছ মিয়া ও সচিব প্রণতিশ চন্দ্র দাসের স্বাক্ষরে মেয়েটির নামে আরেকটি জন্ম নিবন্ধন করা হয়েছে। এতে জন্ম তারিখ দেখানো হয়েছে ২০০৩ সনের ১০ ফেব্রুয়ারি। সেই অনুযায়ী তার বয়স এখন ১৮ বছর ৭ মাস।
 
এদিকে স্থানীয় সরকার বিভাগের ওয়েব পোর্টাল ঘুরে মেয়েটির নামে দুইটি জন্মসনদ পাওয়া গেছে। আগেরটিতে জন্মস্থান আজমিরীগঞ্জের ফতেহপুর উল্লেখ থাকলেও গত ৬ সেপ্টেম্বরে করা জন্মসনদে তার জন্মস্থান দেখানো হয়েছে হবিগঞ্জ। প্রথমটিতে মায়ের নাম মো. সঞ্জুমেন বিবি। কিন্তু দ্বিতীয়টিতে দেওয়া হয়েছে মোছা. সঞ্জুমন বিবি।
 
স্থানীয়রা জানান, বিষয়টি সুক্ষ্ম জালিয়াতি। বাল্যবিয়ে দেওয়ার জন্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সচিবকে ম্যানেজ করে দ্বিতীয় জন্মসনদ করেছে মেয়েটির পরিবার। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে এমন জালিয়াতি চলতে থাকবে।
 
আজমিরীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, জালিয়াতির বিষয়টি আমি জানতে পেরেছি। এ ঘটনার সঙ্গে জড়িতদের ব্যাপারে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।
 
এ বিষয়ে কথা বলতে যোগাযোগ করা হলে আজমিরীগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল কদ্দুছ মিয়ার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া গেছে।
 
বাংলাদশে সময়: ১৩০১ ঘণ্টা, সপ্টেম্বের ১০, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।